বাভুমাকে ফিরিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৭:২৩
অ- অ+

বাংলাদেশকে টেস্টে হোয়াইটওয়াশ করে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার তাদের সামনে শ্রীলঙ্কা পরীক্ষা। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা। বাংলাদেশে এসে টেস্ট সিরিজ জিতে যাওয়া দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে ছিলেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।

কনুইয়ের ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজে দলের বাইরে থাকা প্রোটিয়া অধিনায়ক দলে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে তার অধিনায়ক করেই দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) টেম্বা বাভুমাকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠের এই সিরিজে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেন এবং জেরাল্ড কোয়েতজি। ১১ মাস পর টেস্ট দলে ফিরলেন এই দুই প্রোটিয়া।

ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) পক্ষে দক্ষিণ আফ্রিকার কোচ শুকরই কনরাড এক বিবৃতিতে জানান, 'প্রতিযোগিতামূলক মনভাব বজায় রাখতে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমাদের আশা টিকিয়ে রাখতে সম্ভাব্য শক্তিশালী স্কোয়াড বেছে নিয়েছি আমরা। সেরে ওঠার পর টেম্বাকে দলের নেতৃত্বে ফিরতে দেখাটা দারুণ। তার নেতৃত্ব এবং দক্ষতা আমাদের দলের জন্য অমূল্য। এইডেনকে (মার্করাম) এগিয়ে আসায় এবং বাংলাদেশ সিরিজে সফলতার সঙ্গে নেতৃত্ব দেয়ায় ধন্যবাদ।'

সাধারণত ১৫ সদস্যের দল ঘোষণার নিয়ম থাকলেও ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয়ার কারণ জানিয়েছেন প্রোটিয়াদের কোচ, 'এবার ১৫জনের দল ঘোষণার বদলে আমরা ১৪জনের দল ঘোষণা করেছি, যেন দল নির্বাচনে দ্বারপ্রান্তে থাকা খেলোয়াড়রা নিজ নিজ প্রাদেশিক দলের হয়ে ফার্স্টক্লাস ক্রিকেট খেলার সুযোগ পায়।'

শ্রীলঙ্কা সিরিজে দলে জায়গা হয়নি ড্যান পিয়েডটের। বাংলাদেশের বিপক্ষে সিরিজে স্কোয়াডে ছিলেন এই স্পিনার। কিন্তু মিরপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছিলেন এই ৩৪ বছর বয়সী। তবে দলে আছেন অন্য দুই স্পিনার কেশভ মহারাজ এবং সেনুরান মুত্থুস্বামী। সেই সঙ্গে পেস বোলিং ইউনিটে থাকছেন কাগিসো রাবাদা-ড্যান পিটারসেন-উইয়ান মুল্ডার ত্রয়ী। দুই অলরাউন্ডার ইয়ানসেন এবং কোয়েতজিও থাকছেন বিকল্প হিসেবে।

প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে দক্ষিণ আফ্রিকাকে হাতে থাকা চার টেস্টের প্রতিটি জিততে হবে। ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচের সিরিজের পর তারা আতিথ্য দেবে পাকিস্তানকে। তবে এই চার টেস্টের তিনটিতে জিততে পারলে তাদের তাকিয়ে থাকতে হবে বাকিদের ফলাফলের দিকে।

আগামী ২৭ নভেম্বর ডারবানে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ ডিসেম্বর।

শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, জেরাল্ড কোয়েতজি, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুত্থুস্বামী, ড্যান পিটারসেন, কাগিসো রাবাদা, ট্রিস্তান স্ট্যাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইন্নে।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা