অ্যান্টিগা টেস্ট: প্রথম সেশনে দাপট দেখিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
অ্যান্টিগা টেস্টে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বল হাতে শুরুতে উইকেট তুলে নিতে না পারলেও স্বাগতিকদের চাপে রাখে টাইগার বোলাররা। প্রথম ঘণ্টায় উইকেট না পেলেও দ্বিতীয় ঘণ্টার শুরুতেই ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে স্বস্তি এনে দেন তাসকিন আহমেদ। দ্রুত দুই উইকেট হারানোর ফলে প্রথম সেশনে মাত্র ৫০ রান করে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকরা।
আজ শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনিংয়ে নামেন ক্রেইগ ব্রাফেট ও মিকাইল লুইস। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এই দুই ক্যারিবিয়ান ব্যাটার। নির্বিঘ্নে তারা প্রথম ঘণ্টা কাটিয়ে দেন। তবে দ্বিতীয় ঘণ্টার শুরুতেই এই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ।
তাস কিনের বলে এলিবিডব্লিউয়ের শিকার হন ক্রেইগ ব্রাফেট। আম্পায়ার আউটের আবেদনে সাড়া দিরে রিভিউ নেন ব্রাফেট। তবে সফল হননি তিনি। ৩৮ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যেতে হয় তাকে। তার বিদায়ে ২৫ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
ক্রেইগ ব্রাফেটকে ফেরানোর পর নিজের পরের ওভারে ক্যারিবিয়ান শিবিরে আবারও আঘাত হানেন তাসকিন আহমেদ। এবার তাসকিনের শিকার হন কিসি কার্টি। ৮বলে শূন্য রান করে তাসকিনের বলে মিড অনে তাইজুলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান কিসি কার্টি।
কিসি কার্টির বিদায়ের পর কাভেম হজকে নিয়ে জুটি গড়েন মিকাইল লুইস। লাঞ্চ বিরতির আগের সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন এই দুই ব্যাটার। এই জুটিতে ভর করে ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান করে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকরা।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজ শুরুর একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছিল ক্যারিবীয়রা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪ বিশেষজ্ঞ পেসারের পাশাপাশি আরও একজন পেস বোলিং অলরাউন্ডার তাদের একাদশে আছে, সবমিলিয়ে ৫ জন পেসার নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ ও জেইডেন সিলস।
(ঢাকাটাইমস/২২ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন