গ্রিভসের সেঞ্চুরি, ৪১৫ রান করে চা বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ
উপরের দিকের ব্যাটাররা দ্রুত ফিরে গেলেও লোয়ার অর্ডারে কিভাবে দায়িত্ব নিয়ে খেলে দলকে রান পাহাড়ে নিয়ে যেতে তা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দুই ক্যারিবীয়ার ব্যাটার জাস্টিন গ্রেভস ও কেমার রোচ। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত করে বাংলাদশ। দিনের শুরুতেই ক্যারিবিয়ানদের আরও দুই উইকেট তুলে নেয় টাইগাররা।
তবে এর পরের গল্পটা শুধুই হতাশার। ২৬১ রানে ৭ উইকেট হারানোর পর জুটি গড়েন জাস্টিন গ্রেভস ও কেমার রোচ। ৪৭ রান করে কেমার রোচ ফিরে গেলেও টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন জাস্টিন গ্রেভস। তার সেঞ্চুরিতে ভর করে ৪১৫ রান তুলে চা বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ (শনিবার) আগের দিনের ২৫০ নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই আপরাজিত ব্যাটার জশুয়া ডি সিলভা ও জাস্টিন গ্রিভস। তবে দ্বিতীয় দিনের প্রথম ওভারেই এই জুটিকে থামান পেসার হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে এলিবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান জশুয়া ডি সিলভা। আ্উট হওয়া আগে করেন ২৩ বলে ১৪ রান।
জশুয়া ডি সিলভাকে ফেরানোর পর নিজের পরেই ওভারে আবারও উইকেট তুলে নেন হাসান মাহমুদ। এবার তার শিকার হন আলজারি জোসেফ। ৩ বলে মাত্র ৪ রান করে গালিতে জাকির হাসানের হাতে ক্যাচ তুলে দিযে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার বিদায়ে ২৬১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা।
২৬১ রানে ৭ উইকেট হারানোর পর কেমার রোচকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন জাস্টিন গ্রেভস। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। বাংলাদেশের বিপক্ষে আজ তিনি ৮৮ বলে তুলে নেন ফিফটি। এই জুটির ৭৫ রানে ভর করে ১১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে দেখেশুনেই খেলতে থাকেন এই দুই ব্যাটার। মাঝে একবার বৃষ্টি হানা দিলেও বেশি সময় বন্ধ থাকেনি খেলা। কিছু সময় পর আবারও শুরু হয় খেলা। ক্রমেই ভয়ঙ্র হয়ে ওঠছিল এই জুটি। অবশেষে কোমার রোচকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান কেমার রোচ। মাত্র ৩ রানের জন্য অর্ধশতক মিস করেন তিনি।
রোচকে ফিরিয়ে রেকর্ড ১৪০ রানের জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। বাংলাদেশের বিপক্ষে টেস্টে অষ্টম উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। গ্রিভস-রোচ ভেঙেছেন জিম্বাবুয়ের ট্র্যাভিস ফ্রেন্ড ও হিথ স্ট্রিকের রেকর্ড। ২০০১ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১০৮ করেছিলেন ফ্রেন্ড-স্ট্রিক জুটি।
কেমার রোচের বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন জাস্টিন গ্রেভস। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরি তুলে নেওয়ার পর জেইডেন সিলসকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন গ্রেভস। যার ফলে ১৩৯ ওভারে ৪১৫ রান করে চা বিরতিতে গেছে স্বাগতিকরা।
এর আগে শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তাসকিনের জোড়া আঘাতে প্রথম সেশনে মাত্র ৫০ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরেই মিকাইল লুইস ও অলিক আথানেজ জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন। জুটি গড়ে দুজনের ছুটতে থাকেন শতকের পথে। কিন্তু দুজনের কারও প্রত্যাশা পূরণ হতে দেয়নি বাংলাদেশ। দিনের শেষভাগে নার্ভাস নাইন্টিতে দুজনকে মাঠ ছাড়া করে টাইগার শিবিরে স্বস্তি ফেরান বোলাররা।
যার ফলে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে বৃষ্টি হানা দেয় ম্যাচে। বৃষ্টি থামার পর আলোক সল্পতায় ৮৪ ওভার হওয়ার পরই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন