সিরিজের মাঝপথে বাংলাদেশের ওয়ানডে দলে যুক্ত হলেন আরেক ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৩:৫১| আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৩:৫৩
অ- অ+

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড নারী দলে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১৫৪ রানের এই জয় বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।

আয়ারল্যান্ড বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর সিরিজে ক্রিকেটারের সংখ্যা বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলে এবার যুক্ত হলেন দিলারা আকতার। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন যুক্ত হওয়া দিলারা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন।

জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন দিলারা। এক ইনিংসে ব্যাট করে মোটে ৮ রান করেছিলেন তিনি। নতুন করে ৫০ ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন টাইগ্রেস এই ব্যাটার।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরে শনিবার। একই মাঠে ২ ডিসেম্বর হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডে। শেষ দুই ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ৫ ডিসেম্বর মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। একই মাঠে ৭ ও ৯ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার।

স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই বছর ধরে হাসপাতালে ভারতীয়ের লাশ, ফেরত যায় স্থানীয়রা
সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে সরকার, প্রত্যাশা মঈন খানের
জিকে শামীম ও তার মায়ের দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা