জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
জমে উঠেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার জ্যামাইকা টেস্ট। জ্যামাইকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত খেলেছে টাইগাররা। ক্যারিবীয়ান শিবিরে একাই ধ্বস নামিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার। তার দুর্দান্ত বোলিংয়ে ১৪৬ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের লিড পায় টাইগাররা।
১৮ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারালেও সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের জুটিতে ভর করে ২ উইকেট হারিয়ে ১১০ রান করে চা বিরতিতে গেছে বাংলাদেশ। এতে তাদের তাদের লিড ১২৮ রানের।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নামেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে ইনিংসের প্রথম ওভারেই জেইডন সিলসের শিকার হয়ে শূন্য রান করেই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। তার বিদায়ে শূন্য রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দীপু। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান আলজারি জোসেফ। আলজারি জোসেফের বলে জেইডন সিলসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শাহাদাত হোসেন দীপু। তার বিদায়ে ভাঙে ৪৭ রানের জুটি।
দীপুর বিদায়ের পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে জুটি গড়েন সাদমান ইসলাম। এই জুটির কল্যাণে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। এই জুটিতে ভর করে ২ উইকেট হারিয়ে ১১০ রান করে চা বিরতিতে গেছে বাংলাদেশ। এতে তাদের তাদের লিড ১২৮ রানের।
এর আগে ব্যাটিং ব্যর্থতায় জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশকে মাত্র ১৬৪ রনে অলআউট করে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৭০ রান করে দ্তিীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। আর তৃতীয় দিনে নাহিদ রানার বোলিং তোপে ১৪৬ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।
(ঢাকাটাইমস/০৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন