গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
গাজীপুরের জয়দেবপুর জংশনে তুরাগ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জদেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক মো. দাদন মিয়া ঢাকাটাইমসকে জানান, শনিবার সকালে ঢাকা যাওয়ার জন্য তুরাগ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন জয়দেবপুর জংশনে ঘুরানো হচ্ছিল। হেডফোন কানে দিয়ে অজ্ঞাত ওই যুবক রেল লাইন ধরে হাঁটার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরনে সাদা-কালো ট্রাউজার ও কালো গেঞ্জি রয়েছে।
(ঢাকাটাইমস/১অক্টোবর/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন