কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কুমিল্লার মুরাদনগরে ওয়ার্কসপ ব্যবসায়ী আবু ইউছুফকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার ধামঘর ইউনিয়নের মুগশাইর গ্রামের মৃত আব্দুল মান্নান মুনাফ মিয়ার ছেলে।
রবিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী রেখা আক্তার জানান, শনিবার রাত ১০টার দিকে গ্যাসটিকের ওষুধ আনতে গ্রামের পাশেই মতিন মার্কেটের উদ্দেশে বাড়ি থেকে বের হন তার স্বামী। রাত দশটায়ও বাড়ি না আসায় এবং মোবাইল ফোন রিসিভ না করায় তারা দুঃশ্চিন্তায় পড়েন। পরে রাত ১১টার দিকে পরিবারের অন্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বাড়ি ফিরে আসেন। পরদিন রবিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা বাড়ির দক্ষিণ পাশের ডোবায় তার স্বামীর মরদেহ দেখতে পান।
মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহতের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি একটি হত্যাকা-। স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/৯ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন