নিষেধাজ্ঞায় ইলিশ শিকার: মানিকগঞ্জে ৫৭ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জে ৫৭ জেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে শিবালয় ও দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বাড়ি রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও মজুদ করা নিষিদ্ধ করেছে সরকার।
পুলিশ জানিয়েছে, ভোরে শিবালয় উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় ৪৩ জেলেকে আটক করা হয়। এছাড়া দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করা হয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।
(ঢাকাটাইমস/২৪অক্টোবর/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন