শরীয়তপুরে আগুনে পুড়ল চার দোকান
শরীয়তপুর জেলা শহরের কোর্ট এলাকায় আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি ১৫ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এই আগুন লাগে।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, জেলা শহরের কোর্ট এলাকায় ফয়েজ টেলিকম মো. ফয়েজ আহম্মেদের দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল রহমান বলেন, আমারা আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ১ ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন