ওবায়দুল কাদেরের সঙ্গে মানিকগঞ্জের পদবঞ্চিত নেতাদের সাক্ষাৎ
আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির পদ বঞ্চিত নেতারা।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের নেতৃত্বে পদ-বঞ্চিত নেতারাকর্মীরা ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানান।
জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাবেক আরেক সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন খান, সাবেক প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পুলক, সাবেক উপ-প্রচার সম্পাদক বাসুদেব সাহা, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম পুলক ও সাবেক নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ময়েন, পৌরসভার ৬নং ওর্য়াডের কাউন্সিলর শুভাষ সরকারসহ জেলা আওয়ামী লীগ ও যুবলীগের অর্ধ শতাধিক নেতাকর্মীরা। সম্প্রতি জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রমজান আলীর পক্ষে কাজ না করায় জেলা আওয়ামী লীগের ওই কমিটিতে ঠাঁই হয়নি সাবেক সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ প্রায় ৩০ জন নেতার।
জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান কমিটির পদবঞ্চিত নেতা অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ বলেন, আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের ফুলের শুভেচ্ছা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। ওবায়দুল কাদের জানিয়েছেন আওয়ামী লীগে হাইব্রিড ও দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। ত্যাগী ও দলের জন্য সক্রীয় নেতা কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ।
তিনি দাবি করেন অতীত ভূমিকা ও অবদানকে মূল্যায়ন করে নব-গঠিত দল তাদের গ্রণ করে নিবেন।
(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন