অত্যাধুনিক কি-বোর্ড ও মাউস এনেছে মাইক্রোসফট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৬, ১০:৪১

পৃথিবীর শীর্ষ প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট সারফেস ব্র্যান্ডের নতুন এরগোনোমিক কি-বোর্ড এবং মাউস বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে।

মাইক্রোসফটের এরগোনোমিক কি-বোর্ড দেখতে খুবই আকর্ষণীয়। এগুলো হাইব্রিড কি-বোর্ড। এতে ব্লুটুথ সংযোগ রয়েছে। এই কি-বোর্ড স্বাস্থ্য সম্মত এবং আরামদায়ক।

হাতের আঙুলও তালুকে বিশ্রাম দেয়ার জন্য এই কি-বোর্ডে আছে দ্বৈত কুশন প্যাড। এএএ সাইজ ব্যাটারি চালিত এই কি-বোর্ড এর কিগুলো খুব সফট।

কি-বোর্ডগুলো ৫০ ফুট দূরত্বে কাজ করবে। এক বছরের জন্য দুইটি এএএ সাইজ অ্যালকালাইন ব্যাটারি লাগবে।

এছাড়াও মাইক্রোসফট সারফেস ব্র্যান্ডের মাউস এনেছে। এই মাউসে আছে মেটাল স্ক্রল। হাতের তালুতে এই মাউস খাপ খাইয়ে নেয়।

মাইক্রোসফটের এরগোনোমিক কিবোর্ড এর দাম ১২৯.৯৯ ডলার। মাউসের দাম ৪৯.৯৯ ডলার।

১০ নভেম্বর থেকে ডিভাইসগুলো কেনার জন্য প্রি-অর্ডার দেয়া যাবে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :