মানিকগঞ্জে প্রতিমা ভাঙচুর, যুবক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৬, ১১:৫৮
অ- অ+

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাইকপাড়া গ্রামে এক বাড়িতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয়রা হৃদয় নামে এক যুবকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশের বক্তব্য, প্রতিমা ভাঙচুরের অভিযোগে আটক ওই যুবক মানসিক প্রতিবন্ধী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকপাড়া গ্রামে ৭৫টি হিন্দু পরিবারের বসবাস। বুধবার ভোরে উত্তম বৈরাগীর বাড়িতে লক্ষ্মী নারায়ণ মন্দিরে কৌশলে গেইট খুলে ভেতরে ঢুকে তিনটি প্রতিমা ভাঙচুর করে। এসময় বাড়ি লোকজন টের পেয়ে হাতেনাতে হৃদয় নামে ওই যুবককে আটক করে। এ সময় ওই যুবকের সঙ্গে আরও দুইজন ছিলেন। তারা ঘটনার পরপর পালিয়ে যায়। সকাল সাড়ে আটটার দিকে সাটুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটককৃত ওই যুবকের বাড়ি কুমিল্লা। ওখান থেকে কিভাবে এবং কী কারণে এখানে এসেছে তা এখনো জানা যা্য়নি। আটক ওই যুবকের কথাবার্তা অসংলগ্ন বলে জানান পুলিশ কর্মকর্তা। তারপরেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ভারতকে মুসলিমসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা