খাগড়াছড়িতে বিজিবির গাড়িচাপায় শিক্ষিকা নিহত
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গাড়িচাপায় ফাহিমা বেগম নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙার বেলছড়ি ইউনিয়নের আযোধ্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিমা বেগম শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও মাটিরাঙা ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি এবং মো. রফিকুল ইসলামের স্ত্রী ছিলেন। নিহত ফাহিমা বেগম দুই কন্যা সন্তানের জননী।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, স্কুল শিক্ষিকা ফাহিমা বেগম সকাল সাড়ে ৯টার দিকে ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে কর্মস্থল নিউ অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বিজিবির একটি থ্রিটন গাড়ির সাথে সংঘর্ষ হলে গাড়ির সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়।
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন