শরীয়তপুরে জোড়া খুন: এক জনের ফাঁসি

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৬, ১৫:৪২
অ- অ+

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একটি জোড়া খুনের মামলায় এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৮ জুলাই আসামি গোবিন্দ চন্দ্র কবিরাজ ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের বাড়ির মন্দিরে পূজা করার সময় ছেলের বউ অর্চনা কবিরাজকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যার দৃশ্য দেখে ফেলায় ভাইয়ের বউ রানী বালাকেও একই লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে গোবিন্দ। ওই দিনই নিহত অর্চনার স্বামী লাল মোহন কবিরাজ ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাউর রহমান অভিযুক্ত গোবিন্দ কবিরাজের মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

শরীয়তপুর জেলা জজ আদালতের প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা হজরত আলী বলেন, দীর্ঘ সাড়ে ছয় বছর পর হলেও আদালতে অভিযোগটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত হত্যায় জড়িত থাকার অভিযোগে গোবন্দি কবিরাজকে সর্বোচ্চ শাস্তির আদেশ দিয়েছে। ফাঁসির আদেশে নিহতের স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ভারতকে মুসলিমসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা