আ.লীগ নেতা গ্রেপ্তার, ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৬, ১৩:১৫
অ- অ+

মুন্সীগঞ্জে মনির হোসেন নিতুল নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রীনগর ছনবাড়ি এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার কর্মী-সমর্থকেরা। প্রায় এক ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরাতে সক্ষম হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিতুলের লোকজন এ অবরোধ ও বিক্ষোভ মিছিল শুরু করে। পরে বেলা ১২টার দিকে পুলিশ এসে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মনির হোসেন নিতুল আসন্ন জেলা পরিষদ নির্বাচনে একজন কাউন্সিলর পদপ্রার্থী। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুধবার সকালে নিতুলকে একটি ডাকাতি মামলায় আটক করে মুন্সীগঞ্জ ডিবি অফিসে নিয়ে যায়। এর পরপরই মনির হোসেন নিতুলের সমর্থকরা ছনবাড়ি এলাকায় দুই পারের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

মনির হোসেন নিতুলকে ‘মিথ্যা’ মামলা থেকে অব্যাহতি না দিলে আরও কঠিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তার সমর্থকেরা।

শ্রীনগর থানার এএসপি (সার্কেল) শামসুজ্জামান বাবু ঢাকাটাইমস জানান, অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং লোকজনকে রাস্তা থেকে সরিয়ে আনেন। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এএসপি।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় ফুটপাতে গরম কাপড়ের দোকানে বাড়ছে ভিড় 
শুরুতেই সাজঘরে ফিরে গেলেন তানজিদ তামিম-লিটন দাস, চাপে বাংলাদেশ
মির্জাপুরে অবৈধ ৬ ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা 
বিটিআরসির দুই কমিশনারের নিয়োগ বাতিল করল সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা