এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ হেলেনার
নিখোঁজের প্রায় এক মাস হতে চললেও এখনো সন্ধান মেলেনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামের ওমান প্রবাসী ওয়াজ করনির স্ত্রী হেলেনা আক্তারের।
গত ২০ নভেম্বর মাকে নিয়ে কেনাকাটার জন্য ফতুল্লা যাওয়ার সময় গুদারাঘাট থেকে নিখোঁজ হন তিনি।
নিখোঁজের ভাই জমির আলী জানান, গত ২০ নভেম্বর বিকাল তিনটায় মাকে নিয়ে কেনাকাটার উদ্দেশে বাড়ি থেকে বের হয় হেলেনা। ফতুল্লার গুদারাঘাট যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তার খোঁজ মেলেনি।
এ বিষয়ে জমির বাদী হয়ে ২১ নভেম্বর ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার উপপরিদর্শক মো. সায়দুজ্জামান জানান, নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/এমআর)
মন্তব্য করুন