মাগুরায় মুজিব বাহিনীর উপ-কমান্ডারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৯

বঙ্গবন্ধু সরকারের সাবেক মন্ত্রী সোহরাব হোসেনের বড় ছেলে ও মুক্তিযুদ্ধে মাগুরা মহকুমা মুজিব বাহিনীর উপ কমান্ডার খুরশিদ আনোয়ার খসরুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রবিবার দুপুর আড়াইটার দিকে মাগুরা পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর ২টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। এ সময় মাগুরা জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুওয়াত আলী উপস্থিত ছিলেন। গার্ড অফ অনার শেষে সরকারি কালেজ মাঠে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর গোরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মস্তিষ্কের রক্তক্ষরণ কারণে মারা যান।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :