চাঁদপুরে গাঁজা বিক্রির দায়ে দুই জনের জেল
চাঁদপুরে আটক এক মাদক বিক্রেতা ও তার সহযোগিকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে এ সাজা দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেসবাউল সাবরিন মিরা।
সাজাপ্রাপ্তরা হলেন- শহরের ঢালী ঘাট কড়েরদোকান এলাকার মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন (৫০) ও সহযোগী রুবেল হোসেন (২৮)।
এর মধ্যে ইসমাইলকে এক বছর ও রুবেলকে ১৫ দিনের কারাদ- দেয়া হয়।
সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দু’কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. তাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
পরিদর্শক মো. তাজুল ইসলাম চাঁদপুর জানান, ‘ইসমাইল হোসেন ও তার সহযোগী রুবেলকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের কারাদ- দেয়া হয়।
(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন