রোয়াংছড়িতে শীতবস্ত্র বিতরণ
জেলার রোয়াংছড়ি উপজেলায় রোটারি ক্লাব অব চট্টগ্রাম খুলশির উদ্যোগে ও রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ৩৭০ জন দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম খুলশীর সভাপতি রোটারিয়ান শামিনা ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, বান্দরবান জেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের গণি, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহলামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মতিউর রহমান, রোটালিয়ান আসাদুল হক, রোটারিয়ান মোহাম্মদ মোহাম্মদ আরিফ ইফতেখার, রোটারিয়ান জান মোহাম্মদ আব্দুলাহ মিলন, রোটারিয়ান নুসারাত শারমিনসহ ইন্টারেক্ট সদস্য তানিয়া, শাবার,জারাফ, শাহিন, শাফাত প্রমুখ।
(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন