আওয়ামী লীগ পারেও বটে: দুদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৩ | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে হতভম্ভ বিএনপির দুই জন শীর্ষ নেতা মওদুদ আহমেদ এবং শামসুজ্জামান দুদুর অভিযোগ, ভোটে ডিটিজাল কারচুপি হয়েছে। ‘আওয়ামী লীগ পারেও বটে’-এমন মন্তব্য করে দুদু বলেছেন, এই ভোট নিয়ে বড় বড় নেতারা বিভ্রান্ত হয়েছে।

সকালে রাজধানীতে একটি আলোচনায় বিএনপির দুই নেতা এসব কথা বলেন। নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাব এবং নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে এই আলোচনার আয়োজন করে বিএনপিপন্থি সংগঠন নাগরিক ফোরাম।

নারাযণগঞ্জে সুষ্ঠু ভোট হলে বিএনপি সহজ জয়ের প্রত্যাশা করলেও বৃহস্পতিবারের ভোটে তারা হেরে যায় প্রায় ৮০ হাজার ভোটে। ভোটগ্রহণকে সুষ্ঠু বললেও এই ফলাফল বিএনপির জন্য একটা বড় ধাক্কা। নারায়ণগঞ্জে কী হয়েছে, সেটা বুঝে উঠার চেষ্টা করছেন।

নারায়ণগঞ্জে ডিজিটাল কারচুপি হয়েছে দাবি করে বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেন, ‘অনেকেই বলছেন নির্বাচন সুষ্ঠ হয়েছে। সেখানে যদি আওয়ামী লীগের প্রার্থী সত্যিকারে জনগনের রায়ে নির্বাচিত হয়ে থাকেন, তাহলে সরকারের উচিৎ অনতি বিলম্বে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে তাদের জনমত যাচাইয়ে জাতীয় নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা।’

মওদুদ নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে বেশি কিছু না বললেও দুদু অনেক কথা বলেন। তাঁর অভিযোগ, নারায়ণগঞ্জে মিডিয়া ক্যু এবং সূক্ষ্ম কারচুপি করা হয়েছে। তিনি বলেন, ‘এই নির্বাচন অনেক পোড় খাওয়া নেতারাও বিভ্রান্ত হয়েছে।’

দুদু বলেন, ‘নারায়ণগঞ্জের মত একটি সন্ত্রাস কবলিত এলাকায় আইভির পক্ষে কীভাবে জেতা সম্ভব? যে শহরে বস্তির মত আবর্জনায় ভরে থাকে সেখানে কীভাবে তিনি জেতেন?’।

২০১১ সালের নির্বাচনে বিএনপির ভোট পেয়ে আইভী জিতেছিলেন বলেও দাবি করেন দুদু। বলেন, ‘কিন্তু এবারের আওয়ামী লীগের দুঃশাসনে জনগণ অতীষ্ঠ। তারপরও কীভাবে তিনি জেতেন। নির্বাচনে সুক্ষ্মভাবে বড় ধরনের ডিজিটাল কারচুপির মাধ্যমেই আইভিকে জেতানো হয়েছে। আওয়ামী লীগ পারও বটে!’।

মওদুদ আহমেদ বলেন, ‘বাংলাদেশে এখন অপরাজনীতি চলছে। এখানে বিরোধী দলের কোন দাম দেওয়া হয় না। গণতান্ত্রিক চর্চার পরিবেশ এখন দেশে নেই।’ তিনি বলেন, ‘গণতন্ত্রের চর্চাই হলো গণতন্ত্র। কিন্তু সেই চর্চা এখন আমাদের দেশ থেকে চলে গেছে। যে সংসদে বেশিরভাগ সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, সেটাকে আমরা নির্বাচন বলতে পারি না।’

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সরকারের জন্য গণতন্ত্রে ফিরে আসার পথ উন্মুক্ত হয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় সংলাপের দ্বার উন্মুক্ত হয়েছে। এটাকে এখানেই শেষ করা যাবে না এই সংলাপকে চালিয়ে নিতে হবে।’

কেবল নির্বাচন কমিশন গঠন করলেই চলবে না মন্তব্য করে মওদুদ বলেন, ‘নির্বাচন কমিশন যত শক্তিশালী হোক না কেন, দলীয় সরকার থাকলে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। এ জন্য একটি সহায়ক সরকার থাকতে হবে। এই ধরনের সরকার না থাকলে নির্বাচন কমিশন স্বাধনী ভাবে কাজ করতে পারবে না।’

আলোচনায় জাতীয় গণতন্ত্রী পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/জিএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

জাপার একাংশের শনিবারের সভা স্থগিত, বিতরণ করবে পানি ও স্যালাইন

পাকিস্তান প্রশংসা করে অথচ বিএনপি উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের 

নতজানু সরকারকে ক্ষমতায় রেখে মানুষের সমস্যার সমাধান হবে না: সালাম 

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

ঝিনাইদহ-১ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের

বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে: ওবায়দুল কাদের

প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে: রিজভী

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :