কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন উদযাপন
মুন্সীগঞ্জের গজারিয়ায় কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের ৮২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে আলীপুরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘রাবেয়া খাতুন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
এই উপলক্ষে আলোচনা সভা, বই বিতরণ ও একক বইমেলা অনুষ্ঠিত হয়।
তামান্না মণির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা রফিক উল্লাহ সেলিম, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমীন, স্থানীয় ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন প্রমুখ।
রাবেয়া খাতুন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ উদ্যোগে এটি ছিল চতুর্থ একক বই মেলার আয়োজন।
প্রসঙ্গত, বরেণ্য কথা সাহিত্যিক রাবেয়া খাতুন মুন্সীগঞ্জের কৃতি সন্তান।
(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন