রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

রাজবাড়ী প্রতিনিধি
ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৬, ০৯:৫৮
অ- অ+

রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে জেলা সদরের চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক বদিয়ার রহমান জানান, ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালিবাড়ী এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন ডাকাত।

খবর পেয়ে রাজবাড়ী থানা থেকে কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ওই ডাকাত ঘটনাস্থলেই নিহত হন।

পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি ও ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/প্রতিনিধি/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতকে মুসলিমসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের
চার অর্ধশতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের
নতুন মাফিয়ারা পরিবহন সেক্টর দখল করেছে: নুর
ভারতে বসে শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়: শহিদুল ইসলাম বাবুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা