পায়রা বন্দর চার লেনের সংযোগ সড়কের নির্মাণ উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০১৭, ১৮:৫২

পটুয়াখালীর পায়রা বন্দর থেকে কুয়াকাটাগামী মহাসড়ক এবং রজপাড়া থেকে পায়রা বন্দর পর্যন্ত চার লেনের সংযোগ সড়কের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা দুই টায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এর উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ¦ মাহাবুবুর রহমান তালুকদার এমপি, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব আশোক মাধব রায়, বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস।

জানা গেছে, উভয় পাশে বৃক্ষ রোপন, প্রয়োজনীয় সংখ্যক ব্রিজ নির্মাণ, রাস্তা বিদ্যুতায়নসহ পাঁচ দশমিক ৬০ কিলোমিটার দীর্ঘ কংক্রিটের এ সড়ক নির্মাণে ব্যয় হবে ২৫৪ কোটি ৫১ লাখ টাকা। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সড়কটির নির্মাণ কাজ শেষ হবে।

বাংলাদেশ নৌ-বাহিনী সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করবে।

ইতোমধ্যে সড়কটি নির্মাণ করতে ৫৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর ফলে পায়রা বন্দরের সঙ্গে সড়কপথেও পণ্য খালাসের পথ সুগম হবে। উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ নভেম্বর পায়রা বন্দরের উদ্বোধন করা হয়। ২০১৬ সালের ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে নৌপথে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(ঢাকাটাইমস/০১জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :