কুড়িগ্রামে পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০১৭, ১৭:১৬

পুলিশি বাধার মুখে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার পুরাতন পো¯ট পাড়ার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশ বাধা দেয়। বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশ করে।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগাঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, যুবদল নেতা নাদিম হোসেন, ছাত্রদল নেতা আমিমুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটার বিহীন নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ সরকার। গণতন্ত্র পুনরুদ্ধারে সকল দেশ প্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :