চাঁদপুরে আগুনে ৯ ঘর পুড়ে ছাই

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১২:৫১ | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৭, ১২:২৭

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মৈশাদ গ্রামের সরদার বাড়িতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে নয়টি বসতঘর, ৭টি পাকঘর ও ১টি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় একটি গরু আগুনে পুড়ে মারা যায় এবং ৫টি গরু আংশিক দগ্ধ হয়ে আহত হয়।

বুধবার রাত ১টার দিকে ওই বাড়ির মোহাম্মদ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার শেখ মো. তালেব বলেন, রাত ১টায় আগুনের সূত্রপাত হয়। ১০ মিনিটের মধ্যে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। দীর্ঘ ২ ঘণ্টা দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা। তবে এতে কেউ হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :