মাদারীপুরে আগুনে পুড়ে গেছে ৬ আড়ৎ
মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কাঁচামালের ছয়টি আড়ৎ। এতে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী।
শুক্রবার রাত আড়াইটার দিকে শহরের পুরান বাজারের কাঁচাবাজারের পাইকারি আড়তে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাতে আনোয়ার সরদারের কাঁচামালের আড়ৎ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের আড়তেও ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আনোয়ার সরদার, মামুন খান, বোরহান সরদার, নুর মোহাম্মদ, সালাম সরদার ও ইউনুস চৌকিদারের আড়ৎ পুড়ে যায়। আগুনে দোকানে থাকা কাঁচামাল, নগদ টাকা, হিসাবে খাতা পুড়ে যায়।
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন