কালকিনিতে স্কুল জাতীয়করণের শিক্ষার্থীদের মানববন্ধন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১৩:৩৩| আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৩:৩৭
অ- অ+

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী স্কুল কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন- স্কুল কমিটির সভাপতি এইচ এম আবদুর রহমান পন্নু, প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ বাড়ৈ, সহকারী প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, শিক্ষক মাজাহারুল ইসলাম, লুৎফুন নেছা, কহিনুর আক্তার, তাসলিমা আক্তার, ফরিদ হোসেন ও জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন রিপন তালুকদার প্রমুখ।

বক্তারা ক্ষোভের সঙ্গে আল্টিমেটাম দিয়ে বলেন, আমাদের বিদ্যালয় জাতীয়করণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
মৌসুমে সর্বোনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে গল মারভেলসের জয়
কিশোর মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে আজ পাক হানাদার মুক্ত হয় শ্রীপুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা