১৪ বছর পর সেমিতে ভেনাস

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১১:১৬
ভেনাস উইলিয়ামস

একটা সময় কোর্টে দুর্দান্ত দাপট ছিল ভেনাস উইলিয়ামসের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর পারফর্মেও ভাটা পড়ে। শেষমেশ ১৪ বছর পর আবারও কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পা পড়ল ভেনাসের।

অথচ এই ভেনাসের কাছ থেকেই খেলা শিখেছেন নারী টেনিসের নাম্বার ওয়ান তারকা সেরেনা উইলিয়ামস। লড়াইয়ে সরাসরি সেটে রাশিয়ান অ্যানাস্তেশিয়া প্যাভলৌচেনকোভাকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের সেমির টিকিট কাটেন ভেনাস।

২৪তম বাছাইয়ে অ্যানাস্তেশিয়াকে ৬-৪, ৭-৬ (৭-৩) সেটে হারান টেনিসের এই মহাতারকা। এর আগে কখনো অস্ট্রেলিয়ান ওপেন জেতা হয়নি ভেনাসের। তবে এবার জিতলে নতুন এক কীর্তি গড়বেন ৩৬ বছর বয়সী ভেনাস।

ফাইনালে উঠার লড়াইয়ে ভেনাসের প্রতিপক্ষ কোকো ভ্যানডৌঘে। স্প্যানিশ গারবিন মুগুরুজাকে হারিয়ে সেমিতে উঠেন ভ্যানডৌঘে।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :