ছাত্রলীগের পুনর্মিলনীতে ছিলেন না নাজমুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ২০:৫৮ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ২০:৩৬

ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষে সাবেক এবং বর্তমান নেতাকর্মীদের নিয়ে আয়োজিত পুনর্মিলনী সভায় উপস্থিত ছিলেন না সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় তিনি অনুপস্থিত থাকলেও সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তাঁর জন্য একটি আসন নির্ধারিত ছিল। অনুষ্ঠানে শুরুতে কিছুটা সময় আসনটি ফাঁকাও ছিল। তবে পরে সেখানে অন্য নেতারা বসেন।

২০১৫ সালের ২৬ জুলাই ২৮তম সম্মেলনের মাধ্যমে দায়িত্ব ছাড়েন এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলমের কমিটি। সাইফুর রহমান সোহাগ ও জাকির হোসাইন নতুন নেতা নির্বাচিত হন।

একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের দায়িত্ব ছাড়ার পর থেকেই বিদেশে অবস্থান করছেন সিদ্দিকী নাজমুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর দেয়া স্ট্যাটাস থেকে জানা যাচ্ছে তিনি বর্তমানে লন্ডন অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা ঢাকাটাইমসকে বলেন, ‘নাজমুল ভাই দীর্ঘদিন ধরেই বিদেশে অবস্থান করছেন। তিনি কখন দেশে আসবেন সেটা আমরা বলতে পারি না।’

এদিকে নাজমুলের অনুপস্থিতে তাকে নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন ছাত্রলীগে তাঁর অনুসারী হিসেবে পরিচিত কর্মীরা।

গতকাল সিদ্দিকী নাজমুল আলম তাঁর ফেসবুক পাতায় আজকের পুনর্মিলনী সভার আমন্ত্রণপত্র এবং নিজের জন্য সংরক্ষিত আসনের ছবি দেন। সেখানে তিনি ইংরেজিতে একটি স্ট্যাটাস দেন, যার বাংলায় অনুবাদ হলো ‘অনেক মিস করছি। মনে রাখার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ।’

এ স্ট্যাটাসের নিচে সুব্রত সেনাপতি শুভ নামে একজন লিখেন, ‘নাজমুল ভাই আপনাকে মিস করবে প্রতিটি ছাত্রলীগ কর্মী।’

ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাহী লিখেন, ‘ভাই আপনাকে অনেক মিস করছি।’

অন্যদিকে, সোমবার তাঁর অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি সাকিব হাসান সুইম আজকের পুনর্মিলনী সভায় নাজমুলের জন্য রাখা নির্ধারিত আসন, আমন্ত্রণপত্র এবং নাজমুলের ছবি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন,‘শূন্যতা, এই খালি চেয়ার আর আমন্ত্রণপত্রের মত আমরাও চেয়ে থাকি আপনার (সিদ্দিকী নাজমুল আলম) অপেক্ষায়। মোটামুটি সব সাবেক ছাত্রলীগ ভাইবোনদের দাওয়াত দেওয়া হয়েছে। শুধু আপনাকে পাইনি। খুব বেশি মনে পড়ছে আপনাকে।’

এই স্ট্যাটাসের নিচে এম এ সাফিদ কোরেশি সুমন লেখেন ‘মহানায়ক আসবেই, সময়ের অপেক্ষা..বীরের বেশে।’

সাকির আহমেদ নামে একজন লিখেন, ভাই (সিদ্দিকী নাজমুল আলম) আপনি আমাদের মধ্যে আবার ফিরে আসেন।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

নির্বাচনের পর বিএনপি তাবিজ-দোয়ার দিকে ঝুঁকেছে: হাছান মাহমুদ

আওয়ামী লীগের সঙ্গে লুটেরা আর ভারত ছাড়া কেউ নেই: রিজভী

বাইডেনের চিঠির ফলোআপ করতে আসছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদের

বন বিভাগের ৪ লাখ গাছ কাটার সিদ্ধান্তে জিএম কাদেরের উদ্বেগ

নির্বাচনের পর সংকট কেটে যায়নি, আরও বেড়েছে: মির্জা ফখরুল 

আ.লীগের ঘাড়ে আরব্য রজনীর দৈত্য বসে আছে: রিজভী

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল

দেশের জনগণ নির্ধারণ করবে দেশ কে চালাবে: মান্না

বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ভারত অবস্থান নিয়েছে: রাশেদ প্রধান

এই বিভাগের সব খবর

শিরোনাম :