নরসিংদীতে যুবক খুন

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০১৭, ১৫:২১
অ- অ+

বাড়ি থেকে ডেকে নিয়ে আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে নরসিংদী শহরের কাউরিয়া পাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, কাউরিয়া পাড়া মহল্লার ইমান আলীর পুত্র আল-আমিন পেশাগতভাবে একজন চিহ্নিত সন্ত্রাসী। গত রাত সোয়া ১০টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের নির্জন স্থানে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে চলে যায়। যাবার সময় দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে উল্লাস করে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে আল-আমিনের স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার বেলা ১১টায় তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত আল-আমিন নরসিংদী পৌর কমিশনার আলমাছ মিয়ার ভাগ্নে বলে জানা গেছে।

এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এ পর্যন্ত পুলিশ সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদেশ
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল ও সম্পাদক রোমান 
সাংবাদিক লাঞ্ছিত করায় সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক বহিষ্কার
গেইলকে ছাড়িয়ে বাবর আজমের বিশ্ব রেকর্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা