নরসিংদীতে খাদ্য নিয়ন্ত্রক অফিস
জেলা খাদ্য নিয়ন্ত্রক নরসিংদীর নবনির্মিত নিজস্ব অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার নরসিংদীর বৌয়াকুড় খাদ্য গোদাম আঙ্গিনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. কায়কোবাদ হোসেন।
সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান (যুগ্ম সচিব)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগ্রহ বিভাগের পরিচালক আ. আজিজ মোল্লা, খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি আব্দুর রহমান খান।
খাদ্য সচিব বলেন, এই প্রথম বর্তমান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে খাদ্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছে।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন