পূজার খাবার নিয়ে মারামারি, দুই ছাত্রলীগ নেতা আহত

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৭ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৩

স্বরস্বতী পূজার খাবার খাওয়া নিয়ে দলীয় কোন্দলে নড়াইলে ছাত্রলীগের দুই পক্ষের মামামারি হয়েছে। এতে দলটির দুইজন নেতা আহত হন।

বুধবার বিকালে শহরের রূপগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ নেওয়াজ অমি এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক স্বপ্নীল সিকদার।

আহত ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বপ্নীল সিকদার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত নেতারা জানান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে স্বরস্বতী পূজার খাবার খাওয়া নিয়ে ছাত্রলীগের প্রতিপক্ষ তাদের পিটিয়ে আহত করেছে।

জেলা ছাত্রলীগের এক সহ-সভাপতির নেতৃত্বে তাদের পেটানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান দাবি করে বলেন, ঘটনাটি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোনো বিষয় নয়। ব্যক্তিগত দ্বন্দ্ব হতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খিচুড়ি খাওয়া নিয়ে মারামারির খবর পেয়েছি। লিখিত কোনো অভিযোগ পাইনি। শহরের পরিবেশ শান্ত রয়েছে।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :