‘শাহবাগে সাংবাদিক নির্যাতন মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৬ | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৬

শাহবাগ থানায় সাংবাদিক নির্যাতনকে মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত বলে বর্ণনা করেছেন সাংবাদিক নেতারা। তারা দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিচারের আওতায় নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে সাংবাদিকদের এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা নিজেদের উদ্যোগে এই মানববন্ধন করেন। এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি শাবান মাহমুদ।

সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দাবি জানিয়ে ডিইউজের সভাপতি বলেন, যতক্ষণ পর‌্যন্ত বিচার না হবে ততক্ষণ আন্দোলন চলবে। সুষ্ঠু বিচার না হলে সারা দেশে এই বিক্ষোভ ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।

মানববন্ধনে আরো একাত্মতা প্রকাশ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী। তিনি বলেন, ‘শাহবাগের ওই ঘটনা মুক্ত গণমাধ্যমের ওপর হামলা। আমরা জেনেছি তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এই তদন্ত প্রতিবেদনের বিপোর্ট যেন অন্ধকারে না থাকে।’ তিনি ওই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অতীতের অন্যান্য ঘটনার মতো শাহবাগে সাংবাদিক নির্যাতনের তদন্তও যেন ‘আই ওয়াশ’ না হয়। যৌক্তিক সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা না হলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/জেআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

গণমাধ্যমকর্মী আইন নিয়ে অংশীজদের মতামত নেয়া শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

‘সাংবাদিক আর ইউটিউবার বা ব্লগারের বিভাজন’

চতুর্থ মেয়াদে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ

সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ক্র্যাবের আল্টিমেটাম

সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :