ক্ষুদে বিজ্ঞানী দুর্জয়ের ভূমিকম্পের আগাম সতর্ক যন্ত্র আবিষ্কার

এম লুৎফর রহমান, নরসিংদী
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫১| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৪
অ- অ+

ভূ-কম্পনের আগাম সতর্কীকরণ যন্ত্র আবিষ্কার করেছে ক্ষুদে বিজ্ঞানী দুর্জয় সাহা দীপ্ত।

মঙ্গলবার জেলা পর্যায়ে সে শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম স্থান অধিকার করেছে। যোগ্যতা অর্জন করেছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ নেয়ার। দুর্জয় সাহা দীপ্ত নরসিংদীর মাধবদী শহরের কাশীপুর মহলার দেবাশীষ সাহার পুত্র এবং মাধবদী এসপি ইনস্টিটিউশনের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

প্রতিযোগিতায় অংশগ্রহণকালে দীপ্ত জানায়, তার যন্ত্রটির নাম ভূমিকম্পের আগাম সতর্কীকরণ এলার্ম। এটি ভূমিকম্প শুরু হবার ৪৬ সেকেন্ড আগে এলার্ম দিতে সক্ষম হবে। যন্ত্রটির স্পন্সর মাটির ৬০০ ফুট গভীরে স্থাপন করতে হবে।

দীপ্ত জানায়, বিদ্যুতের গতি যেহেতু কম্পনের গতির চেয়ে বেশি, সেহেতু কম্পন শুরু হবার আগেই বিদ্যুৎ উঠে এসে যন্ত্রটিকে সক্রিয় করবে। ফলে ভূমিকম্প শুরুর আগেই সংকেত দিতে সক্ষম হবে।

শুধু তাই নয়, এই এলার্মটি খুব কম মাত্রার ভূ-কম্পনও বুঝতে এবং সতর্ক করতে সক্ষম হবে।

দীপ্ত আরো জানায়, এই নিয়ে তার গবেষণা অব্যাহত রয়েছে। এটিকে আরো শক্তিশালী করার চেষ্টা চালানো হচ্ছে। যেহেতু সে একজন দশম শ্রেণির ছাত্র, গবেষণা করার মতো তার আর্থিক সংগতি কম- সেহেতু ধীরে ধীরেই গবেষণা চালাচ্ছে। পরিপূর্ণভাবে সফল হলে সে তা বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করবে।

ক্ষুদে বিজ্ঞানী দীপ্ত তার গবেষণা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গেইলকে ছাড়িয়ে বাবর আজমের বিশ্ব রেকর্ড
নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়লো ৭ দোকান
ফের অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেএসডির শ্রদ্ধা নিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা