নেত্রকোণায় দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৯

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৯

নেত্রকোণার খালিয়াজুরীতে গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ নয় জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এই সংঘর্ষ হয়।

আহতরা হলেন-উপজেলার কাদিরপুর গ্রামের সুভাষ সরকার, সুশীল সরকার, কাজল রাণী সরকার, পারুল রাণী সরকার, সুকেশ রাণী সরকার, হেমেন্দ্র সরকার, রবীন্দ্র সরকার, খগেন্দ্র সরকার ও কালী সরকার।

এদের মধ্যে সুভাষ, সুশীল, হেমেন্দ্র ও খগেন্দ্র সরকারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান হাসপাতালটির চিকিৎসা কর্মকর্তা তৌহিদ বিন আশরাফ।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী জানান, কাদিরপুর গ্রামের সুভাষ সরকার ও হেমেন্দ্র সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।এর জেরে সকালে গ্রামের সামনের মাঠে টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নারীসহ নয়জন আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :