কুমিল্লায় প্রতারণা মামলায় ট্রাভেল এজেন্সির মালিক কারাগারে

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২৭

কুমিল্লায় প্রতারণা মামলায় রিয়া এয়ার ইন্টারন্যাশনাল/তানজির ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক মো.আবু তাহেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক সাইফুল ইসলাম তাকে কারাগারে প্রেরণ করেন।

মামলার আইনজীবী অ্যাড.কামরুজ্জামান বাবুল জানান, আবু তাহের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার টুয়া গ্রামের আরিফুর রহমানকে পোল্যান্ড নেয়ার কথা বলে ৪লাখ টাকা নেন। তারপর ৩বছর ঘুরানোর পরও তাকে পোল্যান্ড নেননি এবং টাকা ফেরত দেননি। আবু তাহেরও একই গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে জানতে চাইলে আবু তাহের নানা টালবাহানা করে। আরিফুর রহমান নিরুপায় হয়ে ২০১৩সালে কুমিল্লার আদালতে আবু তাহেরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলি ৮ জানুয়ারি আবু তাহেরকে পাঁচ বছরের কারাদ- ও চার লাখ টাকা অর্থদ- দেন। সেই সাথে তাকে এক মাসের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হয়।

রবিবার আসামি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় আদালত।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :