সিলেন্ডার বিস্ফোরণে হাজীগঞ্জ বাজারে আগুন
স্বর্ণের কারখানার সিলেন্ডার বিস্ফোরণে চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার পট্টির হাজী মার্কেটের দ্বিতীয় তলার বিকে জুয়েলার্সের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় বিকে জুয়েলার্সের কারখানাসহ ফ্যাশন ক্যালেকশন ও আনোয়ার স্টোরের গোডাউনের ব্যাপক ক্ষতি হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।
তাৎক্ষণিক হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ব্যাপক তৎপরতায় রক্ষা পেল স্বর্ণ ব্যবসায়ীদের কোটি কোটি টাকার সম্পদ।
গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন স্বর্ণের দোকানের দুই কারিগর।
এরা হলেন- বিকে জুয়েলার্সের স্বর্ণ কারিগর আনু মিয়া ও ইউনুছ। তাদেরকে আহত অবস্থায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ফ্যাশন ক্যালেকশনের স্বত্বাধিকারী ইমরান হোসেন বলেন, ‘আমাদের দুই গোডাউনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও জনগণের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’
(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন