প্রেম প্রত্যাখ্যানে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাত

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৪ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২০

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। আহত স্কুলছাত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছুরিকাঘাতে তার পাঁজরের একটি হাড় কেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট আরডিআরএস’এর দৃষ্টি পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম শাকিল নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

আটক শাকিল হাতিবান্ধা উপজেলার সিন্দুর্না গ্রামের হোসেন আলীর ছেলে এবং লালমনিরহাট সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ জানায়, চোখে সমস্যার কারণে পাঁচ বছর আগে থেকে বেসরকারি সংস্থা লালমনিরহাট আরডিআরএস’এর দৃষ্টি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়ে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে আসছে শাকিল। এক সময় ওই দৃষ্টি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হওয়া (ক্ষীণ দৃষ্টি সম্পন্ন) ৫ম শ্রেণির ছাত্রী রিমাকে (ছদ্ম নাম) প্রেমের প্রস্তাব দেয় শাকিল। ছাত্রী এ ফিরিয়ে দেয়। শাকিল এতে ক্ষুব্ধ হয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় ওই ছাত্রীকে দৃষ্টি পুনর্বাসন কেন্দ্রের ছাদে ডেকে নিয়ে পেটে ও পিঠে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

এ সময় ওই ছাত্রীর চিৎকারে দৃষ্টি পুনর্বাসন কেন্দ্রে কর্মরত লোকজন ছুটে এসে শাকিলকে আটক করে ও রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ওই ছাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আজমল হক জানান, দৃষ্টি প্রতিবন্ধী মেয়েটির বুকের ভেতর এমনভাবে ধারালো অস্ত্র ঢোকানো হয়েছিল তাতে একটি হাড় কেটে গেছে। তাকে উন্নত চিকিৎসা ছাড়া বাঁচানো সম্ভব নয় বলে তিনি উল্লেখে করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষীণ দৃষ্টি সম্পন্ন কলেজ ছাত্র শাকিলকে আটক করে বিকালেই জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :