নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১১
নরসিংদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ১১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে হয়েছে আরও তিন জন।
রবিবার সকাল সাড়ে আটটায় বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। এরমধ্যে চারজন নারী, দুইজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছে।
এরা হলেন- হাসান মিয়া, স্ত্রী হালিমা, ছেলে ইফান, শ্যালিকা ঝুমা, আত্মীয় মানিক, মাফিয়া, হীরা, আমেনা, জান্নাত, শিশু অন্তর, নাজমুল। গ্রামের বাড়িতে ফালগুন উৎসব পালন করতে তারা ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলীর ছাতির চর যাচ্ছিলেন।
ভৈরব পুলিশ ফাঁড়ির ওসি মিজানুর রহমান জানান, আহত এক বাসযাত্রী ও দুই পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।
বেলাবো থানার পরিদর্শক আরিফুল ইসলাম ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্রদূত পরিবহনের বাসটি হবিগঞ্জ থেকে ঢাকায় আসছিল এবং মাইক্রোবাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। দড়িকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও মাইক্রোবাসটি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১১জন মারা যায়। আহত তিন জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
গত শুক্রবার রাতে ফরিদপুরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর আগুন ধরে ১৩ জন মারা যায়। এ ছাড়া শুক্রবার রাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মাগুরা, গাজীপুর, নাটোর ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক সাবেক সেনাসদস্যসহ আরও ১২ জন নিহত ও ৪২ জন আহত হন।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন