‘আমি আর সুজান খুব ভালো বন্ধু’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪২
অ- অ+

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে হৃতিক রোশন অভিনীত নতুন ছবি ‘কাবিল’। এই ছবি দেখে প্রশংসা করেছেন হৃতিকের সাবেক স্ত্রী সুজান। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হৃতিকও। কিন্তু তাদের যেভাবে একসাথে দেখা যাচ্ছিল তাতে মনে হতেই পারে হয়তো সম্পর্কটাকে স্বাভাবিক করে নিতে চাইছেন তাঁরা। কিন্তু হৃতিক নিজেই জানিয়েছেন, সুজান বা তিনি কেউই এরকম কিছু ভাবছেন না।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে হৃতিক বলেন, ‘আমি খুব খুশি। এখন যেভাবে আছি, সবার ভালোবাসা পাচ্ছি এবং নিজের কাজ করেও আমি খুব খুশি। আমার মনে হয় না এই মুহূর্তে আমার কোনো অভাব রয়েছে। আর বিয়ে বা জীবনসঙ্গী তো আর পরিকল্পনা করে পাওয়া যায় না। তাই আপনি কখনোই বিয়ের পরিকল্পনা করতে পারেন না।’

এরপরই তারকাসুলভ ভঙ্গিতে বলিউড অভিনেতা বলেন, ‘আমি আর সুজান খুব ভালো বন্ধু। আমরা এখনো পরস্পরকে ভালোবাসি। কেয়ার করি। আর কিছুই না।’

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এসজেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধার পরিশোধ না করায় এসবি’র সাবেক এসপি নিহার রঞ্জনের পদাবনতি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় মেঘনা ব্যাংকের নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা