‘আমি আর সুজান খুব ভালো বন্ধু’

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে হৃতিক রোশন অভিনীত নতুন ছবি ‘কাবিল’। এই ছবি দেখে প্রশংসা করেছেন হৃতিকের সাবেক স্ত্রী সুজান। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হৃতিকও। কিন্তু তাদের যেভাবে একসাথে দেখা যাচ্ছিল তাতে মনে হতেই পারে হয়তো সম্পর্কটাকে স্বাভাবিক করে নিতে চাইছেন তাঁরা। কিন্তু হৃতিক নিজেই জানিয়েছেন, সুজান বা তিনি কেউই এরকম কিছু ভাবছেন না।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে হৃতিক বলেন, ‘আমি খুব খুশি। এখন যেভাবে আছি, সবার ভালোবাসা পাচ্ছি এবং নিজের কাজ করেও আমি খুব খুশি। আমার মনে হয় না এই মুহূর্তে আমার কোনো অভাব রয়েছে। আর বিয়ে বা জীবনসঙ্গী তো আর পরিকল্পনা করে পাওয়া যায় না। তাই আপনি কখনোই বিয়ের পরিকল্পনা করতে পারেন না।’
এরপরই তারকাসুলভ ভঙ্গিতে বলিউড অভিনেতা বলেন, ‘আমি আর সুজান খুব ভালো বন্ধু। আমরা এখনো পরস্পরকে ভালোবাসি। কেয়ার করি। আর কিছুই না।’
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এসজেআর/জেবি)

মন্তব্য করুন