মাদারীপুরে ঋতুরাজ বসন্ত উৎসব
মাদারীপুরে হৃদয়ের উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্ত উৎসব অনুষ্ঠান পালিত হয়েছে। ২০০৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে বসন্তবরণ অনুষ্ঠান হলেও এই প্রথমবারের মত সকালে সূর্যোদয়ের সাথে সাথে বসন্তবরণের আয়োজন করে উদ্ভাস আবৃত্তি সংগঠন।
এতে উদীচী, মাত্রা, গায়িকিয়াসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনের মুক্তমঞ্চে চলে আবৃত্তি ও গানের অনুষ্ঠান।
এছাড়াও এখানে মঙ্গলবার বিকালে বিশ্বভালোবাসা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বসন্তবরণে উদ্ভাসের সাধারণ সম্পাদক কুমার লাভলু বলেন, মাদারীপুরবাসী এখন থেকে প্রতি বছর ফাগুনের প্রথম দিনের প্রথম প্রহরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেয়া হবে।
উদীচী জেলা সংসদের সভাপতি ডা. রেজাউল আমিন বলেন, শুধুমাত্র প্রকৃতির পরিবর্তনকে স্বাগত জানাতেই এই বসন্ত বরণ অনুষ্ঠান নয়। আমাদের এই দেশ যে প্রগতিশীল তার বহিঃপ্রকাশের জন্যই তৃণমূল পর্যায়ে এই আয়োজনকে বলা যায় এক ধরনের আন্দোলনও।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন