নরসিংদীতে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
নরসিংদীতে সবুজ মিয়া নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শিবপুর উপজেলার জয়নগর দক্ষিণপাড়া গ্রামের সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সবুজ মিয়া রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জয়নগর দক্ষিণপাড়া গ্রামের আজার গোপাট এলাকার সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে নিহতের স্বজনেরা লাশ শনাক্ত করেন।
ঘটনার পর থেকে নিহত সবুজের ইজিবাইকের সন্ধান পাওয়া যাচ্ছে না।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, চালককে খুন করে তার ইজিবাইক ছিনতাই করা হয়েছে।
শিবপুর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন