এক স্টলে মেলার সব নতুন বই

জহির রায়হান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৯| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৮
অ- অ+

‘আচ্ছা, মেলায় কোথায় পাওয়া যাবে এবারের সব নতুন বইয়ের খবর?’ চিন্তিতভাবে কথাগুলো বলছিলেন মতিঝিল থেকে আসা অহনা। তাকে যখন বলা হলো বাংলা একাডেমির নজরুল মঞ্চের পাশেই রয়েছে নতুন বইয়ের স্টল, তখন তিনি বললেন, ‘কতজনের কাছে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউই আমাকে এ তথ্যটি দিতে পারেনি।’

অহনার মতো অনেকেরই জানা নেই এবারের বইমেলায় পাঠকরা যেন নতুন বই সহজেই পেতে পারে তার জন্য তথ্যকেন্দ্রের পাশাপাশি একটি সুন্দর ব্যবস্থা করেছে বাংলা একাডেমি।

বইমেলার বাংলা একাডেমির চত্বরে ‘নতুন বইয়ের স্টল’ নামে এবারই প্রথম একটি স্টল দিয়েছে বাংলা একাডেমি, যেখানে তারিখ অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে মেলার প্রথম দিন থেকে আসা সব বই। কেউ চাইলে তার পছন্দের বইটি উল্টেপাল্টে দেখেও নিতে পারেন।

নতুন বইয়ের স্টলে দায়িত্বরত কথাসাহিত্যিক স্বকৃত নোমান ঢাকাটাইমসকে বলেন, ‘এখানে আজকের নতুন বইগুলো ছড়িয়ে রাখা হয়েছে। আর অন্যান্য দিন যে বইগুলো এসেছে সেগুলো তারিখ অনুসারে সাজানো আছে।’

স্বকৃত নোমান আরো জানান, প্রতিটি বইতে লেখা রয়েছে সেটি মেলায় কত নম্বর স্টলে পাওয়া যাবে। এক জায়গায় নতুন সব বইয়ের তথ্য পাওয়ায় বইপ্রেমীরা সহজেই তাদের পছন্দের নতুন বই খুঁজে পাচ্ছেন। এ সুন্দর ধারণাটা বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের কাছ থেকে এসেছে বলে জানান তিনি।

‘নতুন বইয়ের স্টলে’ নতুন বইয়ের খোঁজে এসেছেন মারুফ হোসেন। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘এখান থেকে জেনে নিচ্ছি মেলায় কী কী নতুন বই এল। এর আগের সব মেলায় কেবল নতুন বইয়ের তালিকা পেতাম, এবার বইগুলোর পাতা উল্টে দেখতে পারছি। এখন আর বিভিন্ন স্টল ঘুরে নতুন বইয়ের খোঁজ করতে হয় না। এক জায়গাতেই মিলছে সব বইয়ের তথ্য।’

অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ ঢাকাটাইমসকে বলেন, এবারই প্রথম ‘নতুন বইয়ের স্টল’ দিয়েছে বাংলা একাডেমি। প্রতিদিন তথ্যকেন্দ্রে যেসব নতুন বই আসে, সেগুলো এখানে রাখা হয় পাঠকদের জানার জন্য।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরে ম্যানসিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা