মাকতাবাতুল আযহারের সম্মাননা পেলেন সাত লেখক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪১

ইসলামি ধারায় খ্যাতিমান সাত লেখককে সম্মাননা দিয়েছে অভিজাত প্রকাশনী মাকতাবাতুল আযহার। মঙ্গলবার রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেয়া হয়। পক্ষকালব্যাপী কিতাবমেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক-পাঠক সমাবেশও অনুষ্ঠিত হয়।

সম্মাননা পাওয়া লেখকরা হলেন মাওলানা আবদুল গাফফার, মাওলানা জাফর আহমদ, মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া মাওলানা ড. মুশতাক আহমদ, ইয়াহইয়া ইউসুফ নদভী ও আবদুল্লাহ আল ফারুক। এক লাখ টাকা মূল্যমানের প্রথমবারের মতো বিশেষ সম্মাননা পদক পেয়েছেন দৈনিক যুগান্তরের নিয়মিত কলামিস্ট ও চৌধুরীপাড়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী মুতীউর রাহমান।

অনুষ্ঠানে ১২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় ঢাকা ও বাইরে থেকে আসা দুই শতাধিক লেখক ও পাঠক উপস্থিত ছিলেন।

মাওলা্না আবদুল্লাহ আল ফারুক ও গাজী মুহাম্মদ সানাউল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা মসজিদের খতিব মাওলানা ইউসুফ আবদুল মজিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরীফ মুহাম্মদ, মুহাম্মদ যাইনুল আবিদীন, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির, হুমায়ুন আ্ইয়ুব, সৈয়দ শামসুল হুদা, আলী হাসান তৈয়ব, জিয়াউল আশরাফ, রায়হান মুহাম্মদ ইবরাহীম, আবদুস সাত্তার আইনী প্রমুখ।

প্রসঙ্গত, মাকতাবাতুল আযহার ইসলামি ধারার একটি শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান। এ পর্যন্ত দুই শতাধিক বই প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বাংলাবাজার ও মধ্যবাড্ডায় রয়েছে মাকতাবাতুল আযহারের দুটি শো-রুম।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :