ভৈরবে ‘নৌ-ডাকাত’ সিদ্দিক খুন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২০| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৮
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে ‘নৌ-ডাকাত’ সিদ্দিক দুর্বৃত্তের হাতে খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে উপজেলার শ্রীনগরের ভবানীপুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে শ্রীনগরের ভবানীপুর গ্রামের নিজ বাড়ির নিকট চায়ের দোকানে সামনে থেকে সিদ্দিকের ক্ষতবিক্ষত লাশ দেখে পায় স্থানীয়রা। তাদের ডাক-চিৎকারে নিহতের স্বজনরা লাশ নিয়ে যায়। পরে শনিবার সকালে পুলিশ সিদ্দিকের লাশ থানায় নিয়ে যায়।

নিহত সিদ্দিকের বড় ভাই মো. মোজ্জামেল হক জানান, রাতে বাড়ির পাশে চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ কে বা কারা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, নিহত সিদ্দিক ডাকাত বিরুদ্ধে থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা