চুনারুঘাট নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারে ব্যবসায়ীদের আল্টিমেটাম

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০১৭, ১৫:৪১

হবিগঞ্জের চুনারুঘাট বাজারের দুই ব্যবসায়ীকে হাতকড়া পড়িয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করার প্রতিবাদে ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মধ্যবাজারে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে তারা এ দাবি জানান। চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি এই কর্মসূচির আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন ব্যাকস সভাপতি ব্যবসায়ী আবুল হোসেন আকল মিয়া।

বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সাইফুল আলম রুবেল, সিএনজি মালিক শ্রমিক ঐক্য সমিতির সভাপতি আব্দুল কাদির সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আজগর আলী প্রমুখ।

সভায় বক্তারা চুনারুঘাটের ইউএনও সিরাজাম মুনিরাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার দাবি জানান। অন্যথায় ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে বাজার অচল করে দেয়ার ঘোষণা দেন।

(ঢাকাটাইমস/২মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :