‘মহব্বতের সঙ্গে কাজে আসবে ইসলামের জয়’

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৭, ১৭:৩৭

মজলিসে দাওয়াতুল হকের আমির ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান বলেছেন, ‘সমাজের অধঃপতনের কারণে মানুষের ঈমান আমলে ঘুণে ধরেছে। এই ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করতে হলে মহব্বতের সাথে কাজ করতে হবে।’

শুক্রবার (৩ মার্চ) ময়মনসিংহের চরখরিচায় বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গম্বুজের ‘মদিনা মসজিদ’ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

আল্লামা মাহমুদুল হাসান বলেন, ‘শুধু মানুষের সমালোচনা করলে হবে না। আল্লাহর রাসুল সা. মানুষকে মহব্বতের সাথে দাওয়াত দিয়েছেন। যারা তার বিরোধিতা করেছেন তাদেরও মহব্বতের সাথে দাওয়াত দিয়েছেন বলে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সমাজের পতন ঠেকাতে মহব্বতের সাথে কাজ করতে হবে।’

দাওয়াতুল হকের আমির বলেন, ‘পূর্ণাঙ্গ কাজ একমাত্র নবী রাসুলদের মাধ্যমেই সম্ভব ছিল। তাছাড়া ইসলামের সব কাজ একজন মানুষের দ্বারা হবে না। ইসলামের বিভিন্ন দিক নিয়ে মিলে মিশে কাজ করতে পারলেই দাওয়াতুল হকের মতো আর যেসব প্রতিষ্ঠান হক্কানি উলামা দ্বারা পরিচালিত তাদের মাধ্যমে ইসলামি সমাজ গড়া সম্ভব।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এছাড়াও ময়মনসিংহের প্রশাসনিক কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আল্লামা আনোয়ার শাহ, আল্লামা আবদুর রহমান হাফেজ্জী, আল্লামা মুফতি মনসুরুল হক, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মিযানুর রহমান সাঈদ, মাওলানা উবায়দুর রহমান খান নদভী ও ড. শামসুল হক সিদ্দিক প্রমুখ।

শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে মসজিদটি উদ্বোধনের সময় দেশের শীর্ষ আলেম-ওলামা উপস্থিত ছিলেন। একই দিন মসজিদ মাঠে দাওয়াতুল হকের বাৎসরিক ইজতেমাও শুরু হয়। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাত থেকেই সেখানে লোকসমাগম হতে থাকে। শুক্রবার সেখানে কয়েক লাখ লোক উপস্থিত হন।

(ঢাকাটাইমস/০৩মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :