শিবচর উপজেলা বিএনপি নেতা আওয়ামী লীগে
মাদারীপুরের শিবচরে বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ এইচ এম আব্দুল মান্নান খান আওয়ামী লীগে যোগদান করেছেন।
শনিবার দুপুরে উপজেলার উমেদপুর নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনে বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ এইচএম আব্দুল মান্নান খান আওয়ামী লীগে যোগদান করেন। সম্মেলনে তাকে ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগের নেতারা।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি তাকে স্বাগত জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।
(ঢাকাটাইমস/০৪মার্চ/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন