শিবচরে উৎসব আমেজে দুই কলেজে ছাত্রলীগের সম্মেলন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০১৭, ২০:৪৯
অ- অ+

উৎসবমুখোর পরিবেশে মাদারীপুর জেলার শিবচরে মহিলা কলেজসহ দুই কলেজে ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রিজিয়া বেগম মহিলা কলেজ ও দুপুরে ড. নূরুল আমিন বিশ^বিদ্যালয় কলেজে এ সম্মেলন করে শাখা ছাত্রলীগ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি।

সম্মেলনে রিজিয়া বেগম মহিলা কলেজ শাখায় মরিয়ম আক্তারকে সভাপতি ও নাসরিন আক্তারকে সাধারণ সম্পাদক এবং ড. নূরুল আমিন বিশ^বিদ্যালয় কলেজে শাখায় রোকনুজ্জামানকে সভাপতি ও বিপ্লব শিকদারকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি গঠন করা হয় ।

এসময় প্রধান অতিথি আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী নব নির্বাচিত ছাত্রলীগ নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, পদ্মা সেতুকে ঘিরে এ এলাকায় উন্নয়নের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তাই এ এলাকায় কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।

সেই সুযোগকে কাজে লাগাতে শিক্ষার্থীদের ভালোভাবে লেখা-পড়া করতে হবে।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

(ঢাকাটাইমস/০৪মার্চ/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ভারতকে মুসলিমসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা