ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৪:৩৭ | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৭, ১৪:২৫

ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’ এর ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীণ সাংবাদিক আমির হোসেন আর নেই। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ ডেইলি সান কার্যালয়ে আসার সময় আমির হোসেন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত অ্যাপোলো হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে লাইফ সার্পোটে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

বিশিষ্ট এই সাংবাদিকের প্রথম জানাজা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপাউন্ডে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজার পর মরদেহ নেয়া হবে নিজ জেলা মাদারীপুরে। সেখানে তাকে দাফন করা হবে।

আমির হোসেন পাকিস্তান আমলে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন।এরপর বাংলারবাণী, জয়বাংলা, বাংলাদেশ টুডেসহ বেশ কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকের সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের একজন নিয়মিত সংবাদ বিশ্লেষকও ছিলেন এই সাহসী সাংবাদিক।

(ঢাকাটাইমস/০৬মার্চ/জিএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :